অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে যাত্রীকে হেনস্তা, বাসকে জরিমানা

Passenger Voice    |    ১২:৪৯ পিএম, ২০২২-০২-০৪


অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে যাত্রীকে হেনস্তা, বাসকে জরিমানা

বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া, যাত্রীকে হেনস্তা ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় চট্টগ্রামে একটি বাসকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।  বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ১১নং রুটে চলাচলকারী ‌(চট্ট মেট্রো জ-১১-১৫৫৫) নম্বরের বাসটিকে জরিমানা করা হয়েছে।

বাসটির যাত্রী মোহাম্মদ জাহিদুল আলম শাওন বলেন, ১১নং রুটের বাসে করে বড়পুল থেকে বন্দরের ৫নং গেইট এলাকায় যাই। বড়পুল থেকে বন্দরের ৫নং গেইটে নির্ধারিত ভাড়া ৮ টাকা। যা আগে ছয় টাকা ছিল। বাসের হেলপারকে ১০ টাকার নোট দিয়ে নির্ধারিত ভাড়া ৮ টাকা রেখে ২ টাকা ফেরত দিতে বলি। টাকা ফেরত চাওয়ায় হেলপারের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার লাঠি দিয়ে আমাকে আঘাত করেন। পরে বিষয়টি আমি ৯৯৯ এ ফোন করে জানাই। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হয়। পরে পুলিশ বাসটিকে জরিমানা করে। পুলিশের রেসপন্স খুব ভালো ছিল।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত সার্জেন্ট মোহাম্মদ সায়মন হোসাইন বলেন, “এক যাত্রী অভিযোগ করেন, আট টাকার গাড়ি ভাড়া বাসের হেলপার ১০ টাকা নিচ্ছেন। যাত্রী ১০ টাকা না দিয়ে এর প্রতিবাদ করেন। যাত্রী অভিযোগ করেন, বাসের হেলপার তার গায়ে হাত তুলেছেন। এছাড়া বাসটির কাগজপত্র পরীক্ষা করে দেখেছি, চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। এছাড়া যাত্রীর সঙ্গে খারাপ ব্যবহারের কারণে বাসটিকে ৩ হাজার ও লাইসেন্স না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”